Bangla
9 months ago

অটোরিকশার ডিজাইন নিয়ে কাজ করছে বুয়েট, চালকদের দেওয়া হবে প্রশিক্ষণ: ডিএনসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) নতুন ধরনের অটোরিকশার ডিজাইন নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। 

এই ডিজাইন বাস্তবায়ন হলে, অটোরিকশা চালকদের প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স দেওয়া হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলতে দেওয়া হবে না।

তিনি রোববার (২৭ এপ্রিল) মিরপুর-১১ পলাশ নগরে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। 

এছাড়া তিনি এলাকা বাসীকে অবৈধ অটোরিকশার গ্যারেজ সম্পর্কে তথ্য দেওয়ার আহ্বান জানান এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ডিএনসিসি চেষ্টা করছে বলেও উল্লেখ করেন। 

শেয়ার করুন