প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
পাবনার বেড়া উপজেলায় মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ জুলাই) সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যুর খবরে ওই এলাকায় ২০টি বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
এ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। রোববার (২৭ জুলাই) সকালে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোরশেদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রসহ মারামারি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের প্রায় ২০০-২৫০ জনের মধ্যে সংঘর্ষ হয়, যাতে অন্তত ৩০ জন আহত হন। এরপর হাদিস নামে একজনের মৃত্যুর খবরে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
প্রশাসন এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পুলিশ ও সেনাবাহিনী টহল জোরদার করেছে। ২৭ জুলাই সকাল ১০টা থেকে ২৮ জুলাই সকাল ১০টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা জারি করে ওই এলাকায় সভা, মিছিল, আগ্নেয়াস্ত্র বহন, লাঠিসোটা প্রদর্শন ও শব্দযন্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
এ ঘটনাটি গত কয়েক বছরের একটি চলমান বিবাদের অংশ হিসেবে দেখা যাচ্ছে, যেখানে এক পক্ষ নতুন মসজিদ নির্মাণের পক্ষে ছিল, আর অন্য পক্ষ পুরোনো মসজিদে কিয়াম নিয়ে বিরোধে জড়িয়েছিল।