প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ায় সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক জানান, মহাসচিব আন্তোনিও গুতেরেস পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং দুই দেশকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।
হামলায় ২৬ জন নিহত ও অন্তত ১৭ জন আহত হন। নিহতদের বেশিরভাগই ভারতের বিভিন্ন রাজ্যের এবং একজন নেপালের নাগরিক। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও, পাকিস্তান একে 'ফলস ফ্ল্যাগ অপারেশন' বলে দাবি করে।
ঘটনার পর উভয় দেশ কূটনৈতিক ও প্রতিরক্ষামূলক পাল্টাপাল্টি পদক্ষেপ নেয়। এর মধ্যে ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত এবং পাকিস্তানের সঙ্গে সীমান্ত ও আকাশপথ বন্ধের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে। পাল্টা জবাবে পাকিস্তানও বাণিজ্য স্থগিতসহ নানা পদক্ষেপ নিয়েছে।
জাতিসংঘ বলেছে, এমন উত্তেজক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এর মধ্যেই সীমান্তে গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে, দক্ষিণ এশিয়ার পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবে কাশ্মীর নিয়ে কোনো অবস্থান নিচ্ছে না।