Bangla
12 hours ago

পাকিস্তানে বাস খাদে পড়ে ৯ জন নিহত

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চাকাল এলাকায় একটি বাস খাদে পড়ে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

রোববার (২৭ জুলাই) লাহোর-ইসলামাবাদ মহাসড়কের বালকাসার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

চাকাল উদ্ধার সংস্থার মুখপাত্র জানান, ইসলামাবাদ থেকে লাহোরগামী বাসটির একটি চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি খাদে পড়ে উল্টে যায়।

ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। নিহতদের মধ্যে বাসচালক, চার শিশু (যাদের মধ্যে আট মাস ও এক বছর বয়সী এবং ১৪ বছর বয়সী দুই বোন), এবং সর্বোচ্চ ৪৫ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন।

বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিলেন বলে জানানো হয়েছে।

শেয়ার করুন