প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে লাহোরগামী একটি বাসে অজ্ঞাত বন্দুকধারীরা সাত যাত্রীকে হত্যা করেছে।
মঙ্গলবার রাতে বাস থেকে যাত্রীদের নামিয়ে তাদের পরিচয়পত্র পরীক্ষা করার পর গুলি চালিয়ে হত্যা করা হয়। নিহতরা পাঞ্জাব প্রদেশের বাসিন্দা।
বেলুচিস্তান অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীরা খনিজ সম্পদ শোষণের প্রতিবাদে বিদ্রোহ করছে। ৪০ জনের একটি দল বাস ও যানবাহন আটকিয়ে এই হামলা চালায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হামলাকারীদের বিচারের আওতায় আনার কথা বলেছেন।
এর আগে, গত আগস্ট মাসে বেলুচিস্তানের একটি মহাসড়কে যাত্রীবাহী বাস আটক করে অজ্ঞাত দুর্বৃত্তরা। ওই সময়ও পরিচয়পত্র পরীক্ষা করার পর গুলি চালিয়ে অন্তত ২৩ বাসযাত্রীকে হত্যা করা হয়।