প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দাবি করেছে, তারা রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে। তবে ওই রেঞ্জারের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
এ ঘটনাটি ঘটে এমন সময়, যখন পাকিস্তান গত ২৩ এপ্রিল ভারতের পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে বিএসএফ সদস্য পূর্ণম কুমার সাহুকে আটক করে। তিনি সেসময় কৃষকদের পাহারার দায়িত্বে ছিলেন। সাহুকে এখনও ফেরত দেয়নি পাকিস্তান।
পাকিস্তানি রেঞ্জারকে আটকের কিছুক্ষণের মধ্যেই কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এটি সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ।
কাশ্মিরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নৌশেরা, সুন্দরবানি এবং আখনুর সেক্টরে এ হামলা চালানো হয়। ভারতীয় সেনাবাহিনীও পাল্টা জবাব দিয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের জের ধরে দুই দেশের মধ্যে এই উত্তেজনা বাড়তে থাকে। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই ছিল সবচেয়ে বড় হামলা।