প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
চার মাসেরও বেশি সময় লন্ডনে চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরার পর বিশ্রামে ছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ বিমানযাত্রার ধকল এবং শারীরিক দুর্বলতার কারণে তিনি কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে ছিলেন।
বর্তমানে অবস্থার উন্নতি হওয়ায় আজ (শনিবার) রাতে তিনি একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে ছোট ভাই শামীম ইস্কান্দারের গুলশানের বাসায় যাবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, পারিবারিক এক অনুষ্ঠানে অংশ নেওয়ার উদ্দেশ্যে খালেদা জিয়া আজ রাতেই ভাইয়ের বাসায় যাওয়ার কথা রয়েছে।