Bangla
3 days ago

পারমাণবিক স্থাপনাগুলো ‘ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে’ : ইরান

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে বলে নিশ্চিত করেছে তেহরান।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাঈ এক প্রশ্নের উত্তরে বলেন, “হ্যাঁ, আমাদের পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

তিনি আরও বলেন, “এটা নিশ্চিত—কারণ এগুলোর ওপর একের পর এক হামলা চালানো হয়েছে। এ বিষয়ে আমার বলার কিছু নেই, কারণ এটি একটি প্রযুক্তিগত বিষয়।”

বাঘাঈ জানান, বিষয়টি এখন ইরানের পরমাণু শক্তি সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করছে।

শেয়ার করুন