Bangla
3 days ago

পার্বত্য শান্তিচুক্তির বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বাংলাদেশের সরকার পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং সকল নাগরিকের অধিকার সুরক্ষায় তাদের সাংবিধানিক প্রতিশ্রুতি পুনরায় জোরালোভাবে তুলে ধরেছে।

জাতিসংঘের আদিবাসী-বিষয়ক স্থায়ী ফোরামের ২৪তম অধিবেশনে অংশ নিয়ে পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক এ অঙ্গীকারের কথা তুলে ধরেন। নিউইয়র্কে আয়োজিত এ অধিবেশনটি শুরু হয়েছে ২১ এপ্রিল এবং চলবে ২ মে পর্যন্ত।

বক্তব্যে সচিব জানান, শান্তিচুক্তির বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে বাংলাদেশ সরকার নিয়মিত কাজ করছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামের প্রচলিত ভূমি ব্যবস্থাপনা, যা ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম ম্যানুয়ালের আলোকে পরিচালিত হয়, সেটিও তিনি তুলে ধরেন।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা এবং খেলাধুলা ক্ষেত্রে টেকসই উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে আর্থিক সহায়তা ও বরাদ্দ দিয়ে যাচ্ছে।

এছাড়া, পার্বত্য অঞ্চলের নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং প্রচারে বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকারও আন্তর্জাতিক মহলের সামনে পুনর্ব্যক্ত করা হয়।

শেয়ার করুন