প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
পবিত্র আশুরা উপলক্ষে রবিবার (৬ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল করেছে শিয়া মুসলিমরা। কারবালার প্রান্তরে ইমাম হোসাইনের শাহাদাতের স্মরণে আয়োজিত এ মিছিলে শিশু, কিশোর, নারী ও পুরুষসহ সকলে অংশ নেন।
সকাল ৯টায় মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে বের হওয়া মিছিলটি ফার্মগেটে গিয়ে শেষ হয়। অন্যদিকে সকাল ১০টার দিকে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান থেকে থেকেও একটি মিছিল বের হয়।
মিছিলগুলোতে প্রতীকীভাবে তুলে ধরা হয় কারবালার হৃদয়বিদারক দৃশ্য, ইয়াজিদের বর্বরতা এবং মুসলিমদের ওপর জুলুমের চিত্র। ‘হায় হোসাইন’ ধ্বনিতে মুখর ছিল পুরো এলাকা। অংশগ্রহণকারীরা কালো পোশাকে শোক প্রকাশ করেন এবং বুক চাপড়ে ইমাম হোসাইনের প্রতি শোক ও ভালোবাসা জানান।
দুপুরেও রাজধানীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল করতে দেখা যায় শিয়া মুসলিমদের। তাদের বিশ্বাস, ইমাম হোসাইন অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে সত্য ও ন্যায়ের পথে জীবন উৎসর্গ করেছেন। আশুরা সেই আত্মত্যাগ ও প্রতিবাদের প্রতীক।