Bangla
3 days ago

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজি হলেন সাত ডিআইজি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বাংলাদেশ পুলিশের সাতজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) পদোন্নতি পেয়ে অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (এআইজি) হয়েছেন।

বার্তাসংস্থা ইউএনবি'র খবরে বলা হয়েছে, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আজ সোমবার (১১ আগস্ট) একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এপিবিএনের ডিআইজি আলী হোসেন ফকির, বিশেষ শাখার (এসবি) ডিআইজি জিএম আজিজুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. সারোয়ার, সশস্ত্র পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. মোস্তফা কামাল, পুলিশ সদর দফতরের ডিআইজি কাজী মো. ফজলুল করিম, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. রেজাউল করিম এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবিব নিজ নিজ ইউনিটে অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যেকোনো কারণে—যেমন পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে যদি এই পদগুলো শূন্য হয়, তাহলে পদগুলো স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং এই সাতটি অতিরিক্ত (সুপারনিউমারারি) পদের মেয়াদ পদ সৃষ্টি হওয়ার তারিখ থেকে এক বছর পর্যন্ত বলবৎ থাকবে।

শেয়ার করুন