'পেছনের ফটক' দিয়ে মাইলস্টোন কলেজ ত্যাগ করেছেন দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন কস্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পেছনের ফটক দিয়ে প্রতিষ্ঠানটি ত্যাগ করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার মোহিদুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তারা স্কুল চত্বরের পেছনের ফটক দিয়ে নিরাপদে বেরিয়ে যান।
এর আগে, সকাল ১০টার দিকে আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পৌঁছালে শিক্ষার্থীরা বিমান বাহিনীর (বিএএফ) সাম্প্রতিক বিমান দুর্ঘটনা নিয়ে ‘মিথ্যাচার’ করা হয়েছে দাবি করে বিক্ষোভ শুরু করে।
বিষয়টি কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। উপদেষ্টারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে এবং “ভুয়া! ভুয়া!” স্লোগান দিতে থাকে।
পরবর্তীতে উপদেষ্টারা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও কয়েকজন শিক্ষক মিলে বিল্ডিং-৫ এর নিচতলার কনফারেন্স রুমে পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেন।
এই সময় শত শত শিক্ষার্থী বাইরে অবস্থান করে আন্দোলন চালিয়ে যেতে থাকে। তাদের দাবি ছিল—বিমান দুর্ঘটনায় নিহতদের সুনির্দিষ্ট নাম-পরিচয় প্রকাশ, আহতদের যাচাই করা তালিকা ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করা।
বিকেল ৩টা ৩০ মিনিটে উপদেষ্টারা পুলিশি নিরাপত্তায় মূল ফটক দিয়ে বের হওয়ার চেষ্টা করলে দিয়াবাড়ি মোড়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখে এবং তাদের ফিরে যেতে বাধ্য করে। শেষ পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় তারা প্রতিষ্ঠানটির পেছনের গেট দিয়ে নিরাপদে বেরিয়ে যান।