প্লট পেতে নিজেদের ভাসমান, অসহায় ও গরিব দাবি করেন শেখ রেহানা-টিউলিপ
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে প্লট পেতে নিজেদের ভাসমান, অসহায় ও গরিব বলে দাবি করেছিলেন শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী।
তারা মিথ্যা হলফনামা দিয়ে একাধিক প্লট ও বাড়ির তথ্য গোপন করে বরাদ্দ নেন বলে আদালতে জানিয়েছেন মামলায় স্বাক্ষ্য দেয়া রাজউকের তিন কর্মকর্তা।
রাজউকের উপপরিচালক মো. মাহবুবার রহমান, সহকারী পরিচালক অসীম শীল ও কর্মকর্তা উল্লাস চৌধুরী পৃথক তিনটি মামলায় বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলমের আদালতে সাক্ষ্য দেন।
দুদকের প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান (লিপন) জানান, জমা দেওয়া হলফনামায় উল্লেখ করা হয়, তাদের নামে কিংবা তাদের পরিবারের নামে কোনো ফ্ল্যাট, বাড়ি বা প্লট নেই। কিন্তু তদন্তে উঠে আসে, আসামিদের একাধিক স্থানে সম্পত্তি রয়েছে। জব্দকৃত দলিলে তাদের জীবনবৃত্তান্তসহ ৪৪টি তথ্য পাওয়া গেছে।
তিনি আরও বলেন, “নিজেদের গরিব ও অসহায় প্রমাণ করে তারা মিথ্যা তথ্য দিয়ে প্লট পেয়েছেন। এটি স্পষ্ট প্রতারণা।”
এর আগে, গত ৩১ জুলাই শেখ রেহানা, টিউলিপ, রূপন্তী, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩টি মামলায় ১৭, ১৮ ও ১৮ জন করে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।
দুদকের দায়ের করা এই মামলাগুলোতে অভিযোগে বলা হয়েছে, পদ-পদবি, পরিচয় ও প্রভাব ব্যবহার করে তারা নিয়ম বহির্ভূতভাবে রাজউকের প্লট বরাদ্দ নিয়েছেন।