Bangla
4 months ago

পঞ্চগড়ে চা পাতার ন্যায্য মূল্যের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

পঞ্চগড়ে কাঁচা চা পাতার ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষুদ্র চা চাষিরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরের পর পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কের পাশে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এতে জেলার ৫ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা চা চাষি ও বাগান মালিকরা অংশগ্রহণ করেন।

পঞ্চগড় চা বাগান মালিক সমিতি পঞ্চগড়ের আয়োজনে মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক মানিক হোসেন, চা চাষি আবুল বাশার বসুনিয়া, অ্যাডভোকেট আহসান হাবিবসহ ভুক্তভোগী চা চাষিরা বক্তব্য রাখেন।

এ সময় তারা জানান, গত কয়েক বছর ধরে কারখানা মালিকরা সিন্ডিকেট করে কম দরে চা পাতা ক্রয় করছেন। বর্তমানে ১০ থেকে ১৫ টাকা দরে চা পাতা ক্রয় করছেন তারা। আবার ওজন থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাদ দিয়ে দেয়া হচ্ছে দাম। এভাবে ক্রমাগত লোকসান গুণছেন চাষিরা। প্রশাসন ও চা বোর্ড বার বার আশ্বাস দিলেও এখনও কোনো সমাধান আসেনি। তাই তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। এ সময় তারা চা আইন সংশোধন, চায়ের সর্বনিম্ন দর প্রতি কেজি ৪০ টাকা নির্ধারণ, সরকারিভাবে চা কারখানা স্থাপন, চা আমদানি বন্ধ করে রপ্তানির উদ্যোগ নেয়া, চায়ের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ ৮ দফা দাবি তুলে ধরেন।

পরে তারা তাদের দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর পাঠান।

শেয়ার করুন