Bangla
4 days ago

পণ্যর গায়ে অগ্রিম উৎপাদন তারিখ, বগুড়ায় ভোক্তা অধিকারের অভিযান

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বগুড়ার কাহালু উপজেলার কাশিমালা এলাকায় মোড়কজাত খাদ্যে অগ্রিম তারিখ ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে এক বেকারিকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২১জুলাই) সকাল ১১টা থেকে পরিচালিত অভিযানে বাগদাদ, পাক বাগদাদ ও ওয়ান ফুড নামের একাধিক বেকারির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে আসে। বিশেষ করে ‘ওয়ান ফুড’ বেকারিতে মোড়কে অগ্রিম উৎপাদনের তারিখ (২৪/০৭/২৫) ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের মতো গুরুতর অনিয়ম ধরা পড়ে। এসব কর্মকাণ্ড ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তোলে এবং আইনত দণ্ডনীয় অপরাধ।

এ কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানকে ১৫ দিনের মধ্যে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করার নির্দেশও দেওয়া হয়।

অভিযানে কাহালু উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আব্দুস সালাম উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি দল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

শেয়ার করুন