পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে রোমে প্রধান উপদেষ্টা

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে কাতার থেকে ইতালির রোমে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে কাতার ত্যাগ করে দুপুর সোয়া ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৬টা) রোমের লিওনার্দো দা ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি জানান, রোমে পৌঁছানোর পর প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।
রোমে পৌঁছানোর এক ঘণ্টা পর বিকেল সোয়া ৩টার দিকে প্রধান উপদেষ্টা সেন্ট পিটার স্কয়ারে যান এবং সেখানে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় ভ্যাটিকান সিটিতে পোপের পক্ষে নিযুক্ত ভাইসার জেনারেল এমিনেন্স কার্ডিনাল মাওরো গামবেত্তি বাংলাদেশের প্রতিনিধিদল ও প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান।
এ সফরের অংশ হিসেবে শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সেন্ট পিটার স্কয়ারে অনুষ্ঠিতব্য পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এরপর রোববার (২৭ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর থেকে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি এবং সোমবার ভোরে তার দেশে ফেরার কথা রয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.