প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
চট্টগ্রামের প্রবীণ আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মির্জা কছির উদ্দিন আহমেদ মারা গেছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
মির্জা কছির উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আইন কলেজ থেকে শিক্ষাজীবন শেষ করে আইন পেশায় যুক্ত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম আদালত ভবনে তার প্রথম জানাজা হয়। বিকেলে সাতকানিয়ার মাদার্শা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরাম শোক প্রকাশ করেছে।