Bangla
a month ago

প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর দ্বিপাক্ষিক সম্পর্কের মাইলফলক: চীনা রাষ্ট্রদূত

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আশা প্রকাশ করেছেন যে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  

আজ রোববার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।  

প্রধান উপদেষ্টার চীন সফরকে কেন্দ্র করে চীনা রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।  

ইয়াও ওয়েন বলেন, এ বছর বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হচ্ছে। তাই প্রধান উপদেষ্টার এই সফর ফলপ্রসূ ও অর্থবহ হবে বলে তিনি আশাবাদী।  

তিনি আরও বলেন, সফর সফল করতে এখনো প্রস্তুতিমূলক কাজ চলছে। আমাদের মূল লক্ষ্য হলো, কীভাবে দুই দেশ পারস্পরিকভাবে উপকৃত হতে পারে তা নিশ্চিত করা।  

আগামী বুধবার (২৬ মার্চ) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের সফরে চীন সফরে যাচ্ছেন।

 

শেয়ার করুন