Bangla
a year ago

‘পরিচ্ছন্নতা ও মশা নির্মূল’ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বুধবার (২৫ সেপ্টেম্বর) মশা সংক্রান্ত সমস্যা মোকাবেলায় ১০টি ওয়ার্ডে বিশেষ ‘পরিচ্ছন্নতা ও মশা নির্মূল’ অভিযান শুরু করেছে। 

এই উদ্যোগটি মশা ব্যবস্থাপনার উপর দৃষ্টি নিবদ্ধ করে চলমান দৈনন্দিন কার্যক্রমের অংশ।

ডিএসসিসির স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ২, ১৮, ২৪, ২৫, ৩৪, ৪৯, ৬১, ৬২, ৬৩ এবং ৬৯ নম্বর ওয়ার্ডে সমন্বিতভাবে কাজ করছে। অভিযানের মধ্যে রয়েছে সকালের লার্ভিসাইডিং এবং বিকেলে অ্যাডাল্টিসিং প্রচেষ্টা। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ১২৭জন স্যানিটেশন কর্মী এসব ক্ষেত্রে কাজ করছেন।  

উপরন্তু, ২৪ সেপ্টেম্বর স্বাস্থ্য বিভাগের প্রদত্ত একটি তালিকা অনুসরণ করে, নিশ্চিত ডেঙ্গু রোগীদের বাসস্থানের আশেপাশে এডিস মশার প্রজনন স্থানগুলি নির্মূল করার লক্ষ্যে লার্ভিসাইডিং এবং অ্যাডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।

এই বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত, সারা বাংলাদেশে মোট ৮০১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। 

শেয়ার করুন