Bangla
2 days ago

‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা ও পুলিশের লাঠিচার্জে শাহবাগে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ঢাকার শাহবাগ মোড়ে "প্রকৃত জুলাই যোদ্ধা" দাবি করা একটি দলের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের মাধ্যমে ‘জুলাই সনদ ও ঘোষণাপত্রের’ স্বীকৃতি দাবিতে চলমান দুই দিনের অবস্থান কর্মসূচির অবসান ঘটেছে।

আজ শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় সংঘর্ষ চলাকালীন বিক্ষোভকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে তারা মোড় ছেড়ে চলে যেতে বাধ্য হয়। পরে শাহবাগ এলাকায় স্বাভাবিক যান চলাচল শুরু হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, “যারা নিজেদের প্রকৃত জুলাই যোদ্ধা বলে দাবি করছেন, তাদের কেউ কেউ এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছেন। সড়ক এখন খোলা, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে।"

এর আগে গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা' ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করলে সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

শেয়ার করুন