প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
২০২৫-২৬ অর্থবছরের প্রথম দিনেই ১০ হাজার ২০২ জন ব্যক্তি করদাতা তাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করেছেন। এটি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর জন্য একটি ইতিবাচক সূচনা হিসেবে দেখা হচ্ছে।
এনবিআর মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। গত সোমবার অর্থ উপদেষ্টা সেলাহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য অনলাইন ই-রিটার্ন ফাইলিং প্রোগ্রাম উদ্বোধন করেন।
গত বছরের ৯ সেপ্টেম্বর প্রথম দিনেই অনলাইনে মাত্র ২ হাজার ৩৪৪ জন করদাতা রিটার্ন দাখিল করেছিলেন, যা এবার প্রায় চার গুণ বেড়েছে। ৩ আগস্ট এনবিআর এক বিশেষ আদেশে ঘোষণা করেছে যে, দেশের সকল ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হবে। তবে কিছু বিশেষ গোষ্ঠীর জন্য, যেমন ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক, শারীরিক অক্ষমতা বা বিশেষ প্রয়োজনসম্পন্ন করদাতা, প্রবাসী বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতাদের পক্ষ থেকে আইনগত প্রতিনিধিদের জন্য এটি ঐচ্ছিক থাকবে।
যদি কোনো করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারেন, তবে তারা ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট ট্যাক্স জোনের উপ-কমিশনারের কাছে লিখিত আবেদন জমা দিতে পারবেন। বৈধ যুক্তি প্রদান করলে, অতিরিক্ত বা যৌথ কমিশনারের অনুমোদন নিয়ে কাগজে রিটার্ন দাখিল করা যাবে।
গত বছর যখন কিছুটা সীমিত পরিসরে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছিল, ১৭ লাখেরও বেশি ব্যক্তি করদাতা তাদের ই-রিটার্ন দাখিল করেছিলেন।
এছাড়া, করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ বা অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করে অনলাইনে কর পরিশোধ করতে পারেন। তারা প্রয়োজনীয় তথ্য দিয়ে ই-রিটার্ন ফাইলিং রসিদ এবং আয়কর সনদ মুদ্রণও করতে পারবেন।
এনবিআরের কর্মীরা কল সেন্টার এবং অনলাইনে সার্বক্ষণিক সেবা প্রদান করছেন, যাতে করদাতারা কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে সমাধান পেতে পারেন।