প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
আজ থেকে শুরু হচ্ছে ‘পুলিশ সপ্তাহ’। চারদিনব্যাপী এ আয়োজন চলবে আগামী ২ মে পর্যন্ত। রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘পুলিশ সপ্তাহ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবং পদক প্রদান করবেন।
পুলিশ কর্মকর্তাদের ভাষ্যমতে, পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
তারা আরও জানান, পুলিশ সপ্তাহকে কেন্দ্র করে বাহিনীর মধ্যে নানামুখী প্রস্তুতি শুরু হয়েছে। এ সময়ে বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে নিজ নিজ চ্যালেঞ্জ ও কার্যক্রমের প্রেজেন্টেশন উপস্থাপন করা হবে। একইসঙ্গে, জনগণের আস্থা বৃদ্ধির লক্ষ্যে জনবান্ধব পুলিশ গড়ে তুলতে লজিস্টিক সাপোর্ট বাড়ানো, গবেষণা কার্যক্রম জোরদারসহ নানাবিধ পরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ বিভাগ।
পুলিশ সপ্তাহের অংশ হিসেবে বুধবার (৩০ এপ্রিল) সকালে পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বিভিন্ন ইউনিটের প্রেজেন্টেশন— সকাল সোয়া ৯টায় এসবি, ১০টায় সিআইডি এবং র্যাবের প্রেজেন্টেশন। একইদিনে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবদের বৈঠক, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই ও এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) কার্যক্রম উপস্থাপনা অনুষ্ঠিত হবে।