Bangla
3 days ago

পুঁজিবাজার থেকে ২০ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন প্রভাবশালীরা: ড. দেবপ্রিয়

ফাইল ছবি।
ফাইল ছবি।

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য অভিযোগ করেছেন, ২০১০-১১ সালে দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা পুঁজিবাজার থেকে ২০ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন। তুলে নেয়া অর্থের অন্তত ১৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। 

শনিবার (২৪ মে) ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনায় এ তথ্য জানান তিনি। অনুষ্ঠানের শিরোনাম ছিল, ‘বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় পুঁজিবাজার: দর্শন ও অনুশীলন’।

ড. দেবপ্রিয় বলেন, শাস্তি না হলে অন্যায় ও দুর্নীতি রোধ করা সম্ভব নয়। তিনি মনে করিয়ে দেন, ১৯৯৬ সালে শেয়ারবাজারে বড় অনিয়ম হয়েছিল, কিন্তু কারো বিচার হয়নি। সেটিকে তিনি "পাপের সূত্রপাত" বলে অভিহিত করেন।

তার দাবি, রাজনৈতিক প্রভাবের কারণে অনেক ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারী সর্বস্ব হারিয়েছেন। কোনো প্রতিষ্ঠানের প্রকৃত মূল্য যাচাই না করেই লিস্টিং করা হয়েছে, আর শেয়ারের দাম বেড়েছে কারসাজির মাধ্যমে। কিন্তু দোষীরা এখনো শাস্তির আওতার বাইরে।

পুঁজিবাজার নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এটি দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি প্ল্যাটফর্ম, যেখানে “দিন এনে দিন খাও”—এই মানসিকতা চলে না। আস্থা ফিরিয়ে আনতে হবে, পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। তবুও যদি কাজ না হয়, তবে বুঝতে হবে এর ভেতরে বড় ধরনের কাঠামোগত সমস্যা রয়েছে। 

শেয়ার করুন