প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
দেশের প্রধান দুই পুঁজিবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)—বুধবার (৭ মে) বড় ধরনের সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। লেনদেনের শুরুর দেড় ঘণ্টায় ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৬ কোটি টাকার।
সকালে লেনদেন শুরুর পর (সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৭ দশমিক ৩৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৪,৮৭৪ দশমিক ৩৯ পয়েন্টে। অপর সূচক ডিএসইএস কমেছে ২১ দশমিক ৯১ পয়েন্ট, অবস্থান করছে ১,০৬৮ দশমিক ০০৩ পয়েন্টে, আর ডিএস৩০ সূচক হারিয়েছে ২২ দশমিক ২২ পয়েন্ট, যা বর্তমানে রয়েছে ১,৮১১ দশমিক ৫৩ পয়েন্টে।
এই সময় ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে মাত্র ১৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ৩৬৩টির দাম কমেছে এবং ১৩টি অপরিবর্তিত রয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বড় ধরনের সূচক পতন হয়েছে। প্রধান সূচক সিএএসপিআই কমেছে ৯০ দশমিক ৯০ পয়েন্ট, দাঁড়িয়েছে ১৩,৭৬৯ দশমিক ৮২ পয়েন্টে।
সিএসই-৩০ সূচক কমেছে ৩৬ দশমিক ৪৩ পয়েন্ট, বর্তমানে রয়েছে ১১,৬৮৭ দশমিক ৯৩ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক ৬ দশমিক ১০ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ৬ দশমিক ২২ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ৮৮৯ দশমিক ০০৫ ও ১,০৬৩ দশমিক ৯৯ পয়েন্টে।
সিএসইতে এ সময় লেনদেন হয়েছে মোট ১ কোটি ৯৯ লাখ ৯১ হাজার টাকার শেয়ার।