প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চলমান বিক্ষোভে অংশ নেওয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এবং একাধিক বিরোধী দলের সংসদ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (১১ আগস্ট) সকালে সংসদ ভবনের সামনে এই ঘটনা ঘটে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শাসক দল বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের 'যোগসাজশের' অভিযোগে বিরোধীদের প্রতিবাদ রাজধানী দিল্লিতে ছড়িয়ে পড়লে তাদের আটক করা হয়।
রাহুল গান্ধী ও তার সহকর্মীদের পুলিশ বাসে তুলে নেওয়ার সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “এই লড়াই রাজনৈতিক নয়... এটা সংবিধান রক্ষার লড়াই। এই লড়াই ‘এক ব্যক্তি, এক ভোট’ অধিকার নিশ্চিত করার জন্য।”
তিনি আরও বলেন, “আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে পারি না—এটাই বাস্তবতা। সত্য আজ জাতির সামনে উন্মোচিত হচ্ছে। ”
যৌথ পুলিশ কমিশনার দীপক পুরোহিত সাংবাদিকদের জানান, ইন্ডিয়া জোটের নেতাদের আটক করা হয়েছে এবং তাদের কাছাকাছি একটি থানায় নেওয়া হয়েছে। তবে তিনি ঠিক কতজনকে আটক করা হয়েছে, তা জানাননি।
তিনি বলেন, বিরোধীদের এত বড় মিছিল করার অনুমতি ছিল না। শুধু ৩০ জন সংসদ সদস্যকে নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানানোর অনুমতি দেওয়া হয়েছিল।
ডেপুটি পুলিশ কমিশনার দেবেশ কুমার মালহা বলেন, “নির্বাচন কমিশন জানিয়েছিল, মাত্র ৩০ জন এমপি তাদের দপ্তরে যেতে পারবে। কিন্তু ২০০-র বেশি লোক মিছিল করে সেখানে যাওয়ার চেষ্টা করে। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়া ঠেকাতে তাদের থামাই এবং পরে আটক করি। কয়েকজন এমপি ব্যারিকেড টপকানোরও চেষ্টা করেন। তাদেরও আটক করা হয়েছে।”
পার্লামেন্ট ভবনের সামনে থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, বিরোধী নেতারা ও দলের কর্মীরা ব্যানার হাতে স্লোগান দিচ্ছেন এবং পুলিশের ব্যারিকেড ঠেলে এগোনোর চেষ্টা করছেন।
আরেকটি ভিডিওতে দেখা যায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব দুটো পুলিশ ব্যারিকেড টপকে যাচ্ছেন।