প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
রাজধানীর চানখারপুলে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ছয়জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এর মধ্য দিয়ে 'জুলাই বিপ্লব'–সংক্রান্ত প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।
রোববার (২৫ মে) এই বিচার প্রক্রিয়ার সূচনা হয় বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
তিনি আরও জানান, এর আগে গত ২১ এপ্রিল মামলার তদন্ত শেষ হয়। এখন ট্রাইব্যুনাল যদি আনুষ্ঠানিকভাবে অভিযোগ গ্রহণ করে, তাহলে মামলার পরবর্তী বিচারিক ধাপ শুরু হবে।