Bangla
3 days ago

রাজধানীর মধ্যবাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ঢাকার মধ্যবাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন নিহত হয়েছেন। রোববার (২৫ মে) রাত সাড়ে ১০টার দিকে গুদারাঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম রাতে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গুদারাঘাটের ৪ নম্বর রোডে নুরজাহান মঞ্জিলের সামনে একটি চেয়ারে বসে আড্ডা দিচ্ছিলেন সাধন। এ সময় হঠাৎ মুখে মাস্ক পরা দুইজন ব্যক্তি এসে তার ওপর গুলি চালায়।

বেশ কয়েকটি গুলি লেগে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আশপাশের লোকজন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ সেখানে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।

পুলিশ জানিয়েছে, হত্যাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। নিহত সাধনের একটি ইন্টারনেট ব্যবসা ছিল। এ হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়িক বিরোধ, না কি রাজনৈতিক উদ্দেশ্য ছিল—তা খতিয়ে দেখা হচ্ছে। 

শেয়ার করুন