প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ রোববার (৩ আগস্ট) রাজধানীতে পৃথক সমাবেশ আয়োজন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয়তাবাদী ছাত্রদল। দলীয় সূত্রে জানা গেছে, শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’ করবে ছাত্রদল। কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে কর্মসূচি পালন করবে এনসিপি। দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা শেষে আজকের কেন্দ্রীয় কর্মসূচি থেকে ‘জাতীয় ইশতেহার’ ঘোষণা করবে দলটি। এনসিপির সমাবেশ চলবে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
একই সময়ে, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগে বড় সমাবেশ করবে ছাত্রদল, যা গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়া, সাইমুম শিল্পগোষ্ঠীর উদ্যোগে শুরু হওয়া চারদিনব্যাপী ‘৩৬ জুলাই কালচারাল ফেস্ট—জুলাই জাগরণ’-এর তৃতীয় দিনের অনুষ্ঠানও আজ সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
তিনটি কর্মসূচিকে ঘিরে এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ। কিছু সড়কে ডাইভারশন দেয়া হয়েছে এবং গণপরিবহন চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
ছাত্রদলের সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। গঠন করা হয়েছে প্রায় ৯০টি সাংগঠনিক টিম। দেশের সব জেলা ও মহানগরের নেতাকর্মীদের এতে অংশ নেয়ার কথা রয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য ও আহতদেরও এই সমাবেশে অংশ নেয়ার কথা রয়েছে। সড়কে যানজটের জন্য অগ্রীম দুঃখ প্রকাশ করেছে এই ছাত্র সংগঠনটি।
নেতাকর্মীদের প্রতি ছয় দফা বিশেষ নির্দেশনা দিয়েছে ছাত্রদল। এর মধ্যে রয়েছে সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না। সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক ইউনিটকে থাকতে হবে। কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও পিজি হাসপাতালের মাঝের গলি দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবায় নিয়োজিত পরিবহনকে চলাচলে সার্বিক সহায়তা করতে হবে। ছাত্রদলের নেতাকর্মীকে বহনকারী কোনো ইউনিটের গাড়ি কোনো অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না। ব্যক্তিগত শোডাউন ও মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা যাবে না। সমাবেশ শেষে সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত স্থান পরিষ্কার করে যেতে হবে।