Bangla
2 days ago

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২,১০৬ মামলা, ৩৮১ গাড়ি ডাম্পিং

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ১০৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বার্তা সংস্থা বাসস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, একই অভিযানে ৩৮১টি গাড়ি ডাম্পিং ও ১০৮টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক বিভাগ এ অভিযান পরিচালনা করে। ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন