প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলন। নিবন্ধনের পর নিয়মানুযায়ী পত্রিকায় বিজ্ঞপ্তিও দিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জোনায়েদ সাকির হাতে নিবন্ধনের কপি তুলে দেন নির্বাচন কমিশন সচিব। দলটির জন্য ‘মাথাল’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে।
এ ব্যাপারে সাকি গণমাধ্যমকে জানান, অন্যায়ভাবে তাদের নিবন্ধন আটকে রাখা হয়েছিল। আজকে তারা ন্যায়বিচার পেয়েছেন বলেও উল্লেখ করেন।
গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেওয়ার জন্য হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ইসি যে আপিল করেছিল সেটি কমিশন প্রত্যাহার করায় হাইকোর্টের রায় বাস্তবায়নে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
এর আগে, গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে হাইকোর্ট নির্দেশ দেন। সে আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের করা আপিল নির্বাচন কমিশন নিজে থেকেই প্রত্যাহার করে নেয়। তারই ধারাবাহিকতায় আজ নিবন্ধন পেল দলটি।