Bangla
2 days ago

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলোর প্রত্যাহারের জন্য তালিকা প্রকাশ করবে সরকার

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী কয়েকদিনের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলোর তালিকা ওয়েবসাইটে প্রকাশ করবে। 

সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রণালয় পর্যায়ের কমিটির ১২তম সভায় ৫১৭টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিটি গত চার মাসে দায়ের করা ৮,৮৩২টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে।

প্রত্যাহারের আওতায় আসা মামলাগুলোর প্রতিটিতে গড়ে ৫০ জনের বেশি অভিযুক্ত রয়েছে। এর মধ্যে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অভিযুক্ত। 

সংক্ষুব্ধ ব্যক্তিরা আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং, বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং অথবা solicitor.lawjusticediv.gov.bd এর ইমেইল ঠিকানায় মামলা প্রত্যাহারের জন্য আবেদন করতে পারবেন। 

সরকার ২০২৪ সালের মধ্যে এসব মামলা সংশোধন করার জন্য জেলা ও মন্ত্রণালয় পর্যায়ের কমিটি গঠন করেছে, এবং এসব মামলার তালিকা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। 

এছাড়াও, কমিটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর অধীনে দায়ের করা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলির আরেকটি তালিকাও তৈরি করা হবে। কারণ ফৌজদারি আইন সংশোধন আইন, ১৯৫৮ এর ধারা ১০ (৪) অনুসারে কমিশনের লিখিত আদেশ ছাড়া এই মামলাগুলি প্রত্যাহার করা যাবে না। সরকার পরবর্তীতে এই লক্ষ্যে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। 

শেয়ার করুন