প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেতবুনিয়ায় সিএনজি অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোট ছয়জন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ছিলেন চালক, বাকি পাঁচজন যাত্রী। গুরুতর আহত অবস্থায় মিনু মারমা নামে এক নারীকে চট্টগ্রামের রাউজানে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান।
নিহতরা সবাই রাঙামাটি ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা। নিহত ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের আবু তোরাব (৪৫), রাঙামাটির মেয়ে নূর নাহার (৪০), রাঙামাটির মিনু মারমা(৩৫), চট্টগ্রামের মাহাবুবুর রহমান বাচ্চু (৫৫), চট্টগ্রামের মো. জয়নাল আবেদীন (৬৩) ইজাদুল (২৫)।
অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, নিহতদের ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।