Bangla
2 days ago

রাঙামাটিতে ভাঙা হলো বঙ্গবন্ধুর ভাস্কর্য

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

রাঙামাটিতে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। গত শুক্রবার (১৬ মে) থেকে ভাঙার কাজ শুরু হলেও মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় শহরের সার্ভার স্টেশনের সামনে স্থাপিত ভাস্কর্যটি ভাঙার কাজ শেষ হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রাম থেকে স্কেভেটর এনে ১০ জন শ্রমিক নিয়মিত এই কাজ করেছেন। ভাস্কর্য ভেঙে পড়ার পর আন্দোলনকারীদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে। 

উল্লেখ্য, ১৫ মে ভাস্কর্য অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল আন্দোলনকারীরা। ১৬ মে থেকে শুরু হয় ভাঙার কাজ। আন্দোলনকারীদের দাবি, এটি ছিল ফ্যাসিবাদের প্রতীক, তাই অপসারণের মাধ্যমে তারা আন্দোলনের সফলতা পেয়েছেন।

শেয়ার করুন