Bangla
3 days ago

রাষ্ট্র বিনির্মাণে ভিন্ন মতের ভেতরেই ঐক্যের আশা দেখছেন আলী রীয়াজ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অনেক বিষয়ে একমত হওয়া গেছে। যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে অনুষ্ঠিত সংলাপে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে মতভেদ স্বাভাবিক, সবাই এক ভাষায় কথা বলবে না। তবে লক্ষ্য সবার এক, সেই লক্ষ্যকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলতে হবে। বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যের ওপর নির্ভর করবে ভবিষ্যতের সাফল্য।

আলী রীয়াজ আরও বলেন, সংলাপে অংশগ্রহণকারীদের অভিন্ন লক্ষ্য রয়েছে। যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে—সেই দায় থেকেই আমরা যেন সম্ভাবনাকে নষ্ট না করি। এখনই সময় রাষ্ট্র বিনির্মাণের পথে যাত্রা শুরুর।

তিনি বলেন, সবাই মিলে একটি জাতীয় সনদ প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি শুধু ঐকমত্য কমিশনের ইচ্ছা নয়, বরং একটি জাতীয় প্রয়োজন। আজ আমরা সবাই একত্রে বসে, মুক্তভাবে রাষ্ট্র গঠনের বিষয়ে আলোচনা করতে পারছি এটি সম্ভব হয়েছে স্বাধীনতার পর প্রথমবারের মতো, বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে।

সংলাপটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়াও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার এবং ড. ইফতেখারুজ্জামান।

 

শেয়ার করুন