প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে দায়ের করা রিভিউ আবেদনের আদেশ ঘোষণার তারিখ পিছিয়ে আগামী বৃহস্পতিবার (৭ আগস্ট) নির্ধারণ করেছেন আপিল বিভাগ।
আজ বুধবার (৬ আগস্ট) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন।
এর আগে, গত ৩০ জুলাই এই রিভিউ আবেদনের ওপর শুনানি শেষ হয় এবং আদেশ ঘোষণার জন্য ৬ আগস্ট দিন ধার্য করা হয়েছিল।
শুনানিকালে রিভিউ আবেদনের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সালাউদ্দিন দোলন ও অ্যাডভোকেট আহসানুল করিম। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ এপ্রিল থেকে এই রিভিউ আবেদনের শুনানি শুরু হয়। এর আগে ২০২৪ সালের ৯ জানুয়ারি রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে দ্রুত রিভিউ শুনানির জন্য আবেদন করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এই আবেদন উপস্থাপন করেন ব্যারিস্টার নিহাদ কবীর। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেলরাও একই বিষয়ে আবেদন করেন।