প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে তিনি প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং পরে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতে সেনাপ্রধান সম্প্রতি তার সরকারি চীন সফরের বিষয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে বিস্তারিত অবহিত করেন। পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়।
উল্লেখ্য, গত ২১ আগস্ট সেনাপ্রধান সরকারি সফরে চীনে যান এবং ২৭ আগস্ট রাতে দেশে ফেরেন।
ফেরার পরদিন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চীন সফরে সেনাপ্রধান পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।