প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সংবিধান সংশোধনের বিষয়ে সংসদেই ফয়সালা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে সরকারি ছুটি পুর্নবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, "দেশে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী সাংগঠনিকভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।"
এছাড়া তিনি বলেন, "গণতন্ত্র রক্ষায় অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রপতি ও সংবিধানের বিষয়ে সংসদেই ফয়সালা হবে।"