Bangla
3 days ago

রিমান্ড শেষে কারাগারে সাবেক সিইসি হাবিবুল আউয়াল

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

রাষ্ট্রদ্রোহ এবং ক্ষমতার অপব্যবহার করে প্রহসনের নির্বাচন পরিচালনার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (২৯ জুন) রাজধানীর শেরেবাংলা থানায় করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা, পিবিআই পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান। তিনি মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাজী হাবিবুল আউয়ালকে কারাগারে রাখার আবেদন জানান।

আসামিপক্ষ জামিন আবেদন করলেও রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইসতিয়াক জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ২৫ জুন মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শেয়ার করুন