প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফরের সময় সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারারের সঙ্গে বৈঠক করেছেন।
বিবিসির খবরে জানা যায়, স্থানীয় সময় বুধবার (১৪ মে) সকালে রিয়াদের এক অনুষ্ঠানে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সৌদি আরব সফরকালে এই বৈঠকে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও উপস্থিত ছিলেন।
এর আগে যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, “মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সিরিয়াকে একটি নতুন সুযোগ দেওয়ার জন্যই এ সিদ্ধান্ত।”
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায়, বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানও।
রিয়াদ সফর শেষে ট্রাম্প কাতার এবং পরে সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর, যেখানে তিনি উপসাগরীয় অঞ্চলে চার দিন অবস্থান করবেন এবং বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন।
এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে নতুন বিনিয়োগ নিশ্চিত করা, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর সার্বভৌম বিনিয়োগ তহবিল থেকে। ট্রাম্প মনে করেন, এসব বিনিয়োগ তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি বাস্তবায়নে সহায়ক হবে।