Bangla
5 months ago

রমজানে মূল্যবৃদ্ধি হবে না, বাণিজ্য উপদেষ্টার আশ্বাস

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আশ্বস্ত করেছেন যে আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না।  

রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকার এক স্থানীয় হোটেলে আয়োজিত ‘খাদ্যপণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ: বাজার তদারকির কৌশল অনুসন্ধান’ শীর্ষক নীতিনির্ধারণী সম্মেলনে তিনি এ কথা বলেন। 

তিনি জানান, দেশের আমদানি ব্যবস্থা ও মজুদ পরিস্থিতি রমজানের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট।  

উপদেষ্টা বলেন, "ইনশাআল্লাহ, বাজারে তেল, চিনি, ছোলা ও খেজুরের কোনো সংকট হবে না।" 

তিনি আরও জানান, "আমি দাম বৃদ্ধির কোনো কারণ দেখি না। আজকের আলোচনায় খাদ্যপণ্যের যৌক্তিক মূল্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এসব বাস্তবায়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে।"  

এ সময় বাজারে শৃঙ্খলা বজায় রাখতে প্রতিযোগিতা কমিশন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-সহ বিভিন্ন সংস্থার ভূমিকা তুলে ধরেন তিনি।  

তিনি জানান, বাজারকে ভোক্তাবান্ধব করতে বাংলাদেশ ট্যারিফ কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাজ করছে।  

বাজার প্রতিযোগিতা বাড়াতে স্থানীয় উৎপাদক, আমদানিকারক ও ব্যবসায়ীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা।  

শেয়ার করুন