Bangla
6 days ago

রংপুরে শিশু মৃত্যুর ঘটনায় অপারেশন থিয়েটার সিলগালা, জরিমানা

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

রংপুরে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর ঘটনায় অভিযান চালিয়ে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আরোগ্য ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা ও প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নেতৃত্বাধীন একটি টিম।

বুধবার (৯ জুলাই) বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশুর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় অভিযানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আখতারুজ্জামানসহ পুলিশ সদস্যরা।

অভিযানে আরোগ্য ক্লিনিকের লাইসেন্স নবায়ন না থাকা, ২০ শয্যার অনুমোদন নিয়ে ৪০ শয্যায় চিকিৎসা চালানো, অপরিষ্কার অপারেশন থিয়েটার, অপারেশন থিয়েটারে জরুরি ওষুধপত্র ও যন্ত্রাংশ না থাকাসহ নানা অনিয়ম লক্ষ্য করা যায়।

জানা যায়, গত ৪ জুলাই নগরীর আরোগ্য ক্লিনিকে অপারেশনের জন্য ভর্তি হয় বদরগঞ্জ উপজেলার লালদিঘীর জমির উদ্দিনের মেয়ে মোকহার জাহান জুঁই (১১)। মঙ্গলবার রাতে অপারেশনের সময় ওই শিশুর মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা রাস্তায় লাশ রেখে আন্দোলন করছে—এমন খবরে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পরে ক্লিনিক কর্তৃপক্ষ নিহতের পরিবারকে ম্যানেজ করলে পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে যায়। 

sayedmofidulbabu@gmail.com 

শেয়ার করুন