
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

রংপুরে সর্বজনীন পেনশন মেলা, ২০২৫ উপলক্ষে পেনশন স্কিম বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৩ জুন) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। রংপুর জেলাপ্রশাসন ও জাতীয় পেনশন কর্তৃপক্ষ এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. মোঃ ফেরদৌস আলম মূল প্রবন্ধ উপস্থাপনায় সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মো: রমিজ আলম।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে রংপুর টাউন হল চত্বরে ফিতা কেটে ও রঙিন বেলুন উড়িয়ে দিনব্যাপী সর্বজনীন পেনশন মেলা, ২০২৫-এর উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। ৫০টি স্টল ব্যাংক, এনজিও, সরকারি প্রতিষ্ঠান, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ ও রকেট), ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ অন্য অংশীজনরা সর্বজনীন পেনশন মেলায় অংশগ্রহণ করে।

For all latest news, follow The Financial Express Google News channel.