Bangla
21 days ago

রংপুরে তিস্তা সেচ ক্যানেল থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

রংপুরে তিস্তা সেচ ক্যানেল থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (১০ জুন) সকালে সদর উপজেলার মমিনপুর বানিয়াপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক (৫৬) বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তিস্তা সেচ ক্যানেলে অজ্ঞাত ওই নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা। তারপর তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

পরে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
 
এ তথ্য নিশ্চিত করেছেন সদর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:জহুরুল হক।

ওসি জানিয়েছেন, বাহ্যিকভাবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।মৃত ওই নারীর নাম ও পরিচয় শনাক্ত করতে সিআইডি টিম কাজ করছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

sayedmofidulbabu@gmail.com

শেয়ার করুন