প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
রংপুর জেলার কাউনিয়া উপজেলার সাহাবাজ গ্রামের আমতলা এলাকায় একটি সারের দোকান উদ্বোধনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও আটজন।
রোববার (৩ আগস্ট) রাত ৯টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন - পীরগাছা উপজেলার ইটাকুমারী এলাকার মো: শাহাবুদ্দিন (৪৪) ও মিঠাপুকুর উপজেলার মো:শরিফুল ইসলাম (৩৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাউনিয়া উপজেলার সাহাবাজ গ্রামের আমতলা বাজার এলাকায় নজর আলী নামে এক ব্যক্তির সারের দোকান উদ্বোধনের অনুষ্ঠান আয়োজন করা হয়।
এ সময় উদ্বোধনের মাইক টানানোর সময় প্রচণ্ড বাতাসে পল্লী বিদুৎএর থ্রি ফেজের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সারের পুরো দোকান বিদ্যুতায়িত হয়। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হয় অন্তত দশজন।
বিদ্যুৎস্পৃষ্টে গুরতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গুরতর আহত অবস্থায় আরও পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অন্যান্য আহতদের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।