প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন। রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ৪নং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা নুর কলিমা ক্যাম্পের এফসিএন-২৭২৫৯৩ ব্লক ডির বশির আহমদের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক মো. সিরাজ আমীন।
জানা গেছে, ওই রোহিঙ্গা নারী পারিবারিক কলহের জের ধরে বিষপান করে, পরে আশে পাশের লোকজন তাকে ঘরের দরজা ভেঙ্গে উদ্ধার করে ক্যাম্পর পার্শ্ববর্তী জিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে ভিকটিমকে মৃত ঘোষণা করেন।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মো. সিরাজ আমীন বলেন, খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরে মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।