প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
পূর্বতন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মুদাব্বির হোসেন চৌধুরী বার্ধক্যজনিত জটিলতায় ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার (১ মে) ভোরে রাজধানীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিয়া মিলনায়তনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় আইজিপি বাহারুল আলম, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, মুদাব্বির হোসেনের স্বজন ও সহকর্মীরা অংশ নেন।
জানাজা শেষে আইজিপি মুদাব্বির হোসেনের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতারা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
মুদাব্বির হোসেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তিনি আইজিপি পদে দায়িত্ব নেন এবং ২০০৫ সালে অবসর গ্রহণ করেন।
তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার শিবপাশা গ্রামে জন্মগ্রহণ করেন।