
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।
শুক্রবার (৯ মে) দুপুর ২টার দিকে তাকে কারাগারে নেওয়া হয় বলে জানান জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার। তিনি বলেন, আইভীকে কারাগারে আনা হয়েছে, বিস্তারিত প্রক্রিয়া চলছে।
এর আগে শুক্রবার ভোরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে সকাল ১০টার দিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

For all latest news, follow The Financial Express Google News channel.