সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ বিতর্কে প্রত্যাহার হওয়া এসপি হাছান চৌধুরী পুনর্বহাল
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
প্রায় তিন মাস পর সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগ ইস্যুতে প্রত্যাহার হওয়া কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীকে পুনরায় একই পদে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ চিকিৎসার উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ত্যাগ করেন। অথচ কিশোরগঞ্জ সদর মডেল থানায় তার বিরুদ্ধে একটি মামলা থাকায় তার বিদেশযাত্রা নিয়ে প্রশ্ন ওঠে এবং রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এই ঘটনার পর এসপি হাছান চৌধুরীকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে দায়িত্বপ্রাপ্ত এক অতিরিক্ত পুলিশ সুপার, একজন এসআই ও একজন এএসআইকেও বরখাস্ত বা প্রত্যাহার করা হয়।
তদন্তের অংশ হিসেবে পুলিশ সদর দপ্তর এবং প্রধান উপদেষ্টা কার্যালয় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে দুই কমিটির সুপারিশ অনুযায়ী অভিযুক্ত কর্মকর্তাদের দায়মুক্তি দেওয়া হয়।
পুলিশ সুপার হাছান চৌধুরী বলেন, “বর্তমানে আমি কিশোরগঞ্জ স্টেশনেই আছি। সকলের সহযোগিতা ও দোয়া চাই যেন আমি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।”
প্রসঙ্গত,গত ৭ মে গভীর রাতে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। এক মাস পর ৮ জুন তিনি দেশে ফেরেন।