Bangla
2 months ago

সাবেক সংসদ সদস্য হাবিব, নুরুল, ব্যাংকার মোকাম্মেলের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

দুর্নীতির অভিযোগে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার, ইউনিয়ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী এবং সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদারের বিরুদ্ধে বৃহস্পতিবার ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন গ্রহণ করে পৃথক আদেশ প্রদান করেন।

দুদকের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান রিট দাখিল করেন এবং পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আদালতে আবেদনটি করেন। 

শেয়ার করুন