
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বৈরী আবহাওয়ায় সাগর প্রচন্ড উত্তাল রয়েছে। সেই সাথে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে কক্সবাজার উপকূলে ।
কক্সবাজার, চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে সাগর প্রচন্ড উত্তাল থাকায় টেকনাফ সমুদ্র উপকূলে জোয়ারের পানিতে ভেসে এসেছে মাঝি বিহীন একটি ফিশিং ট্রলার৷
বুধবার (১৮ জুন) বিকালে টেকনাফের উপকূল ইউনিয়ন বাহারছড়া হাজমপাড়া সৈকতে ট্রলারটি ভেসে আসে।
এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার শাহা৷
স্থানীয় বাসিন্দারা জানান, বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকার কারণে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে অথবা দুর্ঘটনাবশত এখানে চলে এসেছে বলে ধারণা করা যাচ্ছে।
স্থানীয় জেলেরা বলেন, গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টি হচ্ছে। সেই সাথে সাগর খুবই উত্তাল। এরই মধ্যে দেখা গেলো অজ্ঞাত একটি বড় ফিশিং ট্রলার বুধবার বিকালের দিকে বাহার ছড়ার হাজমপাড়া সৈকতে সাগরের জোয়ারের পানিতে ভেসে এসেছে । তবে সেই ট্রলারে মাঝি অথবা কোন লোকজন ছিলনা।
পরবর্তীতে স্থানীয় কিছু লোকজন ট্রলারে থাকা বিভিন্ন মালামাল ও ট্রলারের কাঠ ভেঙে লুটপাট করে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখবাল করছেন।
টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার শাহা বলেন, আবহাওয়া অবনতির কারণে সাগর উত্তাল রয়েছে। সেই পরিস্থিতিতে বাহারছড়া হাজমপাড়া সৈকতে মাঝিবিহীন একটি ফিশিং ট্রলার উপকূলে জোয়ারের তোড়ে ভেসে এসেছে । এখন এই বিষয়টি কোস্ট গার্ড দেখবাল করছেন বলে জানান তিনি।
গত মঙ্গলবার ভোর থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত কক্সবাজারে ভারী বৃষ্টি অব্যাহত আছে । সেই সাথে সাগরও প্রচণ্ড উত্তাল। ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে চার-পাঁচ ফুট বৃদ্ধি পেয়ে উপকূলে আছড়ে পড়ছে।
আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান বলেন, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ বুধবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত কক্সবাজারে মোট বৃষ্টিপাতের পরিমান ১১২ মিলিমিটার। কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি রয়েছে। যার কারণে সাগর খুবই উত্তাল। সকল মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে অবস্থানের জন্যে আহবান জানিয়েছেন তিনি।

For all latest news, follow The Financial Express Google News channel.